শিরোনাম
কালুপাড়া গুটির ডাঙ্গা স্কুল
বিস্তারিত
আজ থেকে প্রায় ২০ বছর আগে এই কালুপাড়া গুটির ডাঙ্গায় কোন শিক্ষা প্রতিষ্টান ছিল না। এই ইউনিয়নের লোক শিক্ষা থেকে বঞ্চিত ছিল।তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকায় তারা চোখ থেকেও অন্ধ।ফলে তারা সামাজিক,পারিবারিক,অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে নানা সমম্যার সম্মুখিন হতে থাকে।বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখিন হয়ে তারা এই কালুপাড়া মৌজায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেন।এরই ফলপ্রশুতিতে এবং এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো:শহিদুল হক মানিক এর শতপ্রচেষ্টা এবং অর্থব্যয় ও অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই মৌজায় পর পর শিক্ষা প্রতিষ্টান।
নিম্নে কালুপাড়া গুটির ডাঙ্গা শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ননা দেওয়া হল।
ফরম নং-০২ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের ছক বিদ্যালয় নং- ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম | কালুপাড়া গুটির ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় | সংক্ষিপ্ত বর্ণনা | বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৩ সলে জাতীয় করন হয় এবং ১৯৯৫ সালে তিন রুমবিশিষ্ট ভবন ও ২০০৫ সালে দুই রুম বিশিষ্ট ভবন নির্মিত হয়। | প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ ইং | ইতিহাস | বিদ্যালয়টি স্থ্নীয় জন সাধারনের প্রচেষ্ঠায় সকলের সাহায্য সহযোগীতার মাধ্যমে বাঁশ ও মাটি দিয়ে তৈরী হয়। পরবর্তীতে ১৯৭৩ সনে জাতীয় করনের পর ,১৯৭৩, ১৯৯৫, ২০০৭ সনে পর্যায় ক্রমে ৩টি ভবন নির্মিত হয়। | মোট ছাত্রছাত্রীর সংখ্যা | ২৬৯ জন। | ছাত্রছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) | শিশু=৪৯জন, ১ম= ৪৩ জন, ২য় = ৬১ জন, ৩য় = ৪১ জন, ৪র্থ = ৪৫জন, ৫ম = ৩০জন | পাশের হার | ১০০% | শিক্ষক ও কর্মচারীর তালিকা | মোট পদ ৬ টি, কর্মরত পুরুষ- ২জন, মহিলা-২জন। ডেপুটেশন- ১ জন এবং শূন্য পদ-১জন। | বর্তমান পরিচালনা কমিটির তথ্য | ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সদস্যগন তাঁদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। | বিগত ৫ বছরের সমাপনী/ পাশের হার | ২০০৮ সালে-২৫জন, ২০০৯ সালে-২১জন, ২০১০সালে-২৬জন, ২০১১সালে-১৬জন, ২০১২সালে-২০জন।মো:আমিনুলইসলাম | পাবলিক পরীক্ষার ফলাফল | পাশের হার ৯৫% | শিক্ষা বৃত্তির তথ্য | ২০০৮ সালে বৃত্তি প্রাপ্ত ১ জন, ২০০৯ সালে ২জন, ২০১০ সালে ১ জন, ২০১ সালে ২ জন, এবং ২০১২ সালে ১ জন। | অর্জন | সন্তোষজনক। | ভবিষ্যত পরিকল্পনা | শিক্ষার মান বৃদ্ধিকরণ, ঝরে পড়া রোধ, বিদ্যালয়টিকে একটি মডেলবিদ্যালয়ে পরিনত করা। | যোগাযোগ(ইমেইল এড্রেস সহ) | ইউনিয়ন+ডাকঘর=কালু পাড়া,উপজেলা-বদরগঞ্জ, জেলা-রংপুর। | ছবি (মেইনগেট) | |
| |
ফরম-০২ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের ছক শিক্ষা প্রতিষ্ঠানের নাম : | কালুপাড়া গুটির ডাংগা উচ্চ বিদ্যালয় KALA PARA GUTIR DANGA HIGH SCHOOL | সংক্ষিপ্ত বর্ণনা : | বিদ্যালয় কোড-৫৪৭২, EIIN-১২৭১৮৭, MPO-৯১০১১২১৩০২ | প্রতিষ্ঠাকাল : | ০১-০১-১৯৯৩ ইং | ইতিহাস : | কালুপাড়া গুটির ডাংগা উচ্চ বিদ্যালয়টি ০১-০১-১৯৯৩ ইং তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ০১-০১-১৯৯৪ ইং তারিখ হতে স্বিকৃতি লাভ করে। ০১-০১-১৯৯৫ ইং তারিখ হতে M.P.Oভূক্ত হয়। পরবর্তীতে ০১-০১-১৯৯৬ ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত হয় এবং ০১-০৪-২০০০ ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে M.P.Oভূক্ত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন হতে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। | মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা : | ২১৭ জন |
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিক : | ছাত্র/ছাত্রীর মোট সংখ্যাও ছাত্র/ছাত্রীর শ্রেণী ভিত্তিক সংখ্যা নিম্নরূপঃ- | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | ৬ষ্ঠ শ্রেণী | ২২ | ৪০ | ৬২ | ৭ম শ্রেণী | ২০ | ২৫ | ৪৫ | ৮ম শ্রেণী | ২০ | ২৫ | ৪৫ | ৯ম শ্রেণী | ২৭ | ১৯ | ৪৬ | ১০ম শ্রেণী | ১০ | ০৯ | ১৯ |
পাশের হার : | শ্রেণী | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | ৬ষ্ঠ শ্রেণী | ৪৭ | ৪০ | ৮৫.১০% | ৭ম শ্রেণী | ৩৫ | ২৮ | ৮০.০০% | ৮ম শ্রেণী | ৫২ | ৪৪ | ৮৪% ৬১% | ৯ম শ্রেণী | ২০ | ২০ | ১০০% | ১০ম শ্রেণী | ১৬ | ১৬ | ১০০% |
শিক্ষক ও কর্মচারীর তালিকা : | ক্রমিক নং | শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীর নাম | পদবী | ইনডেক্স নং | ১। | মোঃ মোয়াজ্জেম হোসেন | প্রধান শিক্ষক | ২৫৭৬৯৮ | ২। | মোঃ হুমায়ুন কবীর সরদার | সহঃ প্রধান শিক্ষক | ৫৫০১৮৮ | ৩। | মোঃ শাহজাহান আলী | সহঃ শিক্ষক | ২৫৭৬৯৯ | ৪। | মোঃ নুর আলম মন্ডল | সহঃ মৌলভী | ২৫৭৭০০ | ৫। | মোঃ আতিকুর রহমান | সহঃ শিক্ষক | ৫৬৪৭৬৪ | ৬। | মোঃ আব্দুর রশিদ | সহঃ শিক্ষক | ৫৫০১৮৯ | ৭। | মোঃ আইয়ুব আলী | শরীর চর্চা শিক্ষক | ৫৫০১৯০ | ৮। | মোঃ আবুতালেব মিয়া | সহঃ শিক্ষক | ৫৫০১৯১ | ৯। | মোছাঃ নুর রওশন বানু | সহঃ শিক্ষক | ৫৫৩১৪৩ | ১০। | মোঃ একরামুল হক | সহঃ শিক্ষক | ২৫৭৭০১ | ১১। | মোঃ আব্দুল মান্নান | সহঃ শিক্ষক | ২৫৭৭০২ | ১২। | মোঃ এসরাফুল হক | গ্রন্থাগারিক | | ১৩। | মোঃ লাল মিয়া | অফিস সহঃ | ৭৮২৭৯৬ | ১৪। | মোঃ জছিম উদ্দীন | পিয়ন | ৭৮২৭৯৭ | ১৫। | মোঃ ছামছুলহক | নৈঃ প্রঃ | ৫৫০১৯২ |
| |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য : | ক্রঃ নং | ম্যানেজিং কমিটির নাম | ক্যাটাগরী | পদবী | ১। | মোঃ আলতাব হোসেন | অভিভাবক | সভাপতি | ২। | মোঃ সেরাজুল ইসলাম | অভিভাবক | সদস্য | ৩। | মোঃ আফজাল হোসেন | অভিভাবক | সদস্য | ৪। | মোঃ ফয়জুল হক | অভিভাবক | সদস্য | ৫। | মোঃ আব্দুলআজিজ | কো-অপ্ট | সদস্য | ৬। | মোছাঃ নুর রওশন বানু | মহিলা শিক্ষক প্রতিনিধি | সদস্য | ৭। | মোঃ আব্দুর রশিদ | শিক্ষক প্রতিনিধি | সদস্য | ৮। | মোঃ আব্দুল মান্নান | শিক্ষাক প্রতিনিধি | সদস্য | ৯। | মোঃ মোয়াজ্জেম হোসেন প্রধান শিক্ষক কালুপাড়া গুটির ডাঙ্গা উঃ বিঃ | পদাধিকার বলে | সম্পাদক |
বিগত ৫ বছরের সমাপনী/ : | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | ২০১০ইং | ৩১ জন | ১৮ | | ২০১১ইং | ৫২ জন | ৪৬ | ৮৪% |
পাবলিক পরীক্ষার ফলাফল : | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | ২০০৭ ইং | ১৩ | ০৯ | ৬৯.২৩% | ২০০৮ ইং | ২২ | ১৫ | ৬৮.১৮% | ২০০৯ ইং | ১৪ | ১০ | ৭১.৪২% | ২০১০ ইং | ২০ | ১৭ | ৮৫.০০% | ২০১১ ইং | ২৪ | ২৩ | ৯৬.০০% |
শিক্ষা বৃত্তির তথ্য : | ক্রমিক নং | ছাত্র/ছাত্রীর নাম | বৃত্তিপ্রাপ্তির সন | ১। | মোঃ রাশেদুল ইসলাম | ২০০৭ ইং (সাধারণ) | অর্জন : | বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার শিক্ষার হার বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধিত হয়েছে। | ভবিষ্যৎ পরিকল্পনা : | বিদ্যালয়টিকে আগামী সনে একটি আদর্শ প্রতিষ্ঠান রুপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। | যোগাযোগ (ইমেইল এড্রেসসহ) : | মোবাইল নং-01734898861 কালুপাড়া গুটির ডাংগা উচ্চ বিদ্যালয় বদরগঞ্জ, রংপুর |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |