কালুপাড়া ইউনিয়ন একটি সুফল ইউনিয়ন। এই ইউনিয়নের শতকরা ৫৬% লোক কৃষি কাজ করে জীবিকা নিবার্হ করে।এই ইউনিয়নে ৪৪% লোক অন্যান্য পেশায় নিযোজিত থেকে জীবিকা নিবার্হ করে।সকল জন স্তরের জীবন যাত্রার মান নির্ণয় করে দেখা গিয়েছে কালুপাড়া ই্উনিয়ন একটি সুফল ইউনিয়ন।এই সুফল ইউনিয়নের জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন এবং সুফল ইউনিয়ন টিকে রাখার জন্য অবশ্যই মাজার এর প্রয়োজন আছে। কিন্তু এই ইউনিয়নে কোন মাজার ছিল না ।কিন্তু বর্তমানে চেমটির মাজার নামে একটি মাজার কালুপাড়া ইউনিয়নে স্হাপিত হয়েছে।লোক মুখে কথিত আছে কালুপাড়া ইউনিয়নে বৈরামপুর নামক স্হানে সৈয়দ নামে এক জৈনক ব্যাক্তি চেমটির আড়া থেকে রান্নার কাজে ব্যবহৃত খড়ি সংগ্রহ করার তাগিদে খড়ি সংগ্রহ করে বাড়ীতে এনে রান্নার কাজে ব্যবহার করলে ঐ খড়ি থেকে মানুষের রক্ত বের হয়্ এবং মাত্র বেশ কিছু দিনে ঐ জৈনক ব্যাক্তি ভীষন শারীরিক অসুস্হ রোগে আক্রান্ত হয় এবং রোগের প্রখরে লোকটি মারা যায়। সেই থেকে ঐ স্হানটি স্হানীয় লোকের কাছে ধর্মীয় মনপ্রদ হয় এবং তখায় ঐ স্হানে চেমটির আড়া নামে একটি মাজার স্হাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস