কালুপাড়া বদরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। কালুপাড়া ইউনিয়ন আদিকাল থেকে ব্যবসার জন্য একটি উত্তম স্থান হিসাবে পরিচিত। বদরগঞ্জ পৌরসভা ঘোষণার পূর্বে কালুপাড়া ইউনিয়নই মূল বদরগঞ্জ সদরের অর্ন্তগগত ছিল। কালুপাড়া ইউনিয়নে মূলত কৃষিজীবি মানুষের বাস। শ্রুতি আছে আত্র এলাকায় কালু ডাঙ্গা নামক একজন প্রতাপশালী ব্যাক্তি বসবাস করতেন। তার নাম অনুসারেই অত্র ইউনিয়নের নামকরন করা হয় কালুপাড়া।
ইউনিয়ন পরিষদ ভবন:
কালুপাড়ায় কোন ইউনিয়ন পরিষদ ভবন ছিল না। কালুপাড়া ইউনিয়ন বদরগনজ থানার অন্তভূক্ত ছিল। কিন্তু তা পরিবতিত হয়ে ২০০৮ সালে নতুন করে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস