মামলার নিয়মাবলী নিম্নরুপ
কালুপাড়া ইউনিয়ন পরিষদে মামলা করতে হলে প্রথমে সহকারী সচিব মো: হবির কাছে যেতে হবে এবং সেখানে মামরার খসরা করতে হবে। তারপর রেজিষ্টার করতে হবে তারপর তথ্য সেবায় গিয়ে মামলাটি প্রিন্ট করতে হবে। মামলা প্রিন্ট হলে দাখিল করে মামলার নং মামলার তারিখ জেনে নিতে হবে।
গ্রাম আদালতে মামলার আবেদন পত্রে কি কি তথ্য দিতে হবে? ১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে। ২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে। ৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে। ৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে। ৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে। ৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে। ৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে। ৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে। ৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে। ১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে। ১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে। ১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস