কালুপাড়া বদরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। কালুপাড়া ইউনিয়ন আদিকাল থেকে ব্যবসার জন্য একটি উত্তম স্থান হিসাবে পরিচিত। বদরগঞ্জ পৌরসভা ঘোষণার পূর্বে কালুপাড়া ইউনিয়নই মূল বদরগঞ্জ সদরের অর্ন্তগগত ছিল। কালুপাড়া ইউনিয়নে মূলত কৃষিজীবি মানুষের বাস। শ্রুতি আছে আত্র এলাকায় কালু ডাঙ্গা নামক একজন প্রতাপশালী ব্যাক্তি বসবাস করতেন। তার নাম অনুসারেই অত্র ইউনিয়নের নামকরন করা হয় কালুপাড়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS